সরকারি সেবা সমূহ তালিকা বিস্তারিত সংগ্রহ করে নিন

যে কোন দেশের বসবাসরত নাগরিকগণ সেই দেশ থেকে বিভিন্ন রকমের সরকারি সেবা উপভোগ করতে থাকেন। এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সরকারি সেবা সমূহ তালিকা সম্পর্কে জেনে নেয়ার প্রয়োজন রয়েছে।

অর্থাৎ বর্তমানে বাংলাদেশে যে সমস্ত সেবা সমূহ রয়েছে সে সমস্ত সেবা সম্পর্কে আপনি যদি অবগত হয়ে যান, তাহলে একই রকমের সেবার যে প্রাইভেট সেক্টর রয়েছে সেগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন।

যেহেতু সরকারি সেবা সমূহ অনেক অংশে সুলভ মূল্যে বা একেবারে ফ্রিতে হয়ে থাকে সেজন্য অন্যান্য যে সমস্ত প্রাইভেট সেক্টরের সেবা সমূহ রয়েছে, সেগুলো থেকে দূরে থাকলে আপনার অর্থ অপচয় হওয়ার কাজটি লাঘব হয়ে যাওয়া সম্ভব।

তবে সেক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম জেনে নিতে হয় সরকারি সেবা সমূহের মধ্যে কি কি রকমের সেবার হয়েছে, তার সম্পুর্ন লিস্ট সমূহ।

সরকারি সেবা সমূহ আসলে কি?

যেকোন দেশের, সরকার প্রধান সেই দেশে জনগণের কথা চিন্তা করে তাদের যে সমস্ত সেবা সমূহ রয়েছে সে সমস্ত সেবা সমূহের পরিধি বৃদ্ধি করে। একই রকমের সেবা যেটি আপনি টাকার মাধ্যমে অর্থাৎ প্রাইভেট সেক্টরে করিয়ে নিতেন, সেই একই রকমের সেবা আপনি সরকারের মাধ্যমে সম্পন্ন করতে পারেন।

উদাহরনস্বরূপ বলতে গেলে এটা বলতে হবে যে, চিকিৎসা খাতে আপনি চাইলে অনেক প্রাইভেট প্রতিষ্ঠান পাবেন এবং একই সাথে অনেক রকমের সরকারি হাসপাতাল পাবেন।

এবার আপনি যদি প্রাইভেট প্রতিষ্ঠানে চলে যান কিনবা প্রাইভেট মেডিকেল হাসপাতালে চলে যান, তাহলে প্রত্যেকটি চিকিৎসার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে। এবং সেই টাকার পরিমাণ বহু অংশে বেশি হবে।

তবে আপনি যদি সরকারি মেডিকেল হাসপাতালে চলে যান, তাহলে তারা একই রকমের সেবা আপনাকে দেবে তবে সেক্ষেত্রে কোনরকমে টাকা পয়সার প্রয়োজন হয় না। নামমাত্র কিছু ফি (৫/১০ টাকা) বদৌলতে আপনি একই রকমের সেবা সরকারি প্রতিষ্ঠান থেকে নিয়ে নিতে পারেন।

আর এটি হল সরকারি সেবা।

সরকারি সেবা সমূহ তালিকা

সরকারি সেবা সমূহের তালিকা হিসেবে যে সমস্ত বিষয়গুলো সরকারি সেবার আওতাধীন রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নেয়ার প্রয়োজন রয়েছে। এবার আপনি যদি সরকারি সেবা সমূহের তালিকা সংগ্রহ করে নিতে চান তাহলে সেটি নিম্নরূপে বর্ণিত থেকে সংগ্রহ করে নিতে পারেন।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর

  • বিদেশি নাগরিকদের বাংলাদেশ হতে বহির্গমনের জন্য রুট পরিবর্তন অনুমতি Route Change Permit) প্রদান
  • মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ইস্যু
  • মেশিন রিডেবল ভিসা (এমআরভি) ইস্যু ও মেয়াদ বৃদ্ধি
  • হাতে লেখা পাসপোর্ট নবায়ন ও সংযোজন

ইসলামিক ফাউন্ডেশন

  • ইমাম প্রশিক্ষণ কার্যক্রম
  • ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণ ট্রাস্ট থেকে ঋণ/আর্থিক সহায়তা প্রদান
  • ইসলামিক মিশনের মক্তব শিক্ষা কার্যক্রম
  • মসজিদ পাঠাগার স্থাপন ও পরিচালনা
  • মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম
  • যাকাত সংগ্রহ ও বিতরণ
  • সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

  • ১০ টাকার বিনিময়ে ব্যাংকে হিসাব খুলতে সহায়তা
  • কৃষি উপকরণ সহায়তা
  • কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান
  • কৃষি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়তা
  • কৃষি পণ্যের মূল্য সংযোজনে সহায়তা
  • কৃষি পুনর্বাসন সহায়তা
  • কৃষিতে ভর্তুকি ও উৎপাদনে সহায়তা প্রদান
  • কৃষিপণ্য বিপণনে সহায়তা প্রদান
  • গুটি ইউরিয়া ব্যবহার
  • জাতীয় পর্যায়ে ও জেলা পর্যায়ে ইদুঁর নিধন কার্যক্রম
  • নার্সারি ব্যবসায়ীদের / চারা উৎপাদক ও বিক্রেতাদের সার্টিফিকেট প্রদান
  • প্রযুক্তি সহায়তা
  • প্রশিক্ষণ প্রদান
  • প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পরামর্শ প্রদান
  • ফল বাগান সৃজন ও ব্যবস্থাপনা
  • ফলদ ও ঔষধি বৃক্ষের চারা/কলম/বীজ উৎপাদন, জার্মপ্লাজম সংগ্রহ ও সংরক্ষণ
  • বসতবাড়ির আঙিনায় সবজি চাষ
  • বালাই নাশকের খুচরা ও পাইকারী বিক্রেতার লাইসেন্স প্রদান
  • মান সম্পন্ন বীজ উৎপাদনে সহায়তা
  • লিফ কালার চার্ট ব্যবহার
  • সংগনিরোধ সেবা প্রদান
  • সমন্বিত বালাই ব্যবস্হাপনা
  • সমন্বিত সম্প্রসারণ সেবা প্রদান
  • সয়েল মিনি ল্যাব, এসআরডিআই ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা
  • সার ডিলার ও খুচরা সার বিক্রেতা নিয়োগ
  • সেচ ব্যবস্থাপনা

ক্রীড়া পরিদপ্তর

  • ক্রীড়া অফিসের মাধ্যমে ক্রীড়া ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে ক্রীড়াসামগ্রী প্রদান
  • ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে ক্রীড়া ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান
  • ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে ক্রীড়া প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে ক্রীড়া সামগ্রী প্রদান
  • মাননীয় সংসদ সদস্যগণের মাধ্যমে ক্রীড়া ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে ক্রীড়াসামগ্রী প্রদান
  • সরকারি শারীরিক শিক্ষা কলেজের মাধ্যমে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) ডিগ্রি প্রদান

খাদ্য অধিদপ্তর

  • আটাচাক্কি ও খাদ্যশস্যের খুচরা ব্যবসার লাইসেন্স প্রদান/নবায়ন
  • ওএমএস
  • খাদ্যশস্য সংগ্রহ
  • ফেয়ার প্রাইস (ন্যায্যমূল্য)
  • গণপূর্ত অধিদপ্তর
  • আবাসিক ও দাপ্তরিক কাজে ব্যবহৃতব্য ভবনসমূহের উপযুক্ত ভাড়া নির্ধারণ
  • জরিপ কাজ সম্পাদন
  • ঠিকাদার/সরবরাহকারী নিবন্ধন ও নবায়ন
  • প্রত্যাশী সংস্থার চাহিদা মোতাবেক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় নকশা প্রণয়ন
  • প্রত্যাশী সংস্থার চাহিদা মোতাবেক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাক্কলন প্রণয়ন
  • বিভিন্ন নির্মাণসামগ্রী ও আইটেমের জন্য দর তফসিল প্রণয়ন
  • বিভিন্ন মন্ত্রণালয়/অধিদপ্তর/সংস্থার ভবনের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন/পরিবর্ধন ও সম্প্রসারণ
  • বিভিন্ন সরকারি দপ্তর ও আবাসিক ভবনসমূহের দৈনন্দিন মেরামত ও রক্ষণাবেক্ষণ
  • সরকারি আবাসিক ভবনে বসবাসকারীদের নিকট থেকে বাসা গ্রহণ ও প্রত্যয়নপত্র প্রদান
  • সরকারি আবাসিক ভবনের বরাদ্দগ্রহীতাদের বাসা হস্তান্তর

গণযোগাযোগ অধিদপ্তর

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর পোট্রেট সরবরাহ ও বিতরণ
  • দেশের তৃণমূল পর্যায়ে শিক্ষা, কৃষি সম্প্রসারণ কার্যক্রম ও পরিবার পরিকল্পনা বিষয়াদির ওপর সভা সমাবেশ আয়োজন করা
  • দেশের সিনেমা হলগুলোতে প্রামাণ্য চলচ্চিত্র ও সংবাদচিত্র নিয়মিত প্রদর্শন ও রেন্ট আদায় করা
  • পরিবার পরিকল্পনা, সাক্ষরতা অভিযান ইত্যাদির ওপর ভ্রাম্যমাণ প্রচারের আয়োজন করা
  • মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবর্গ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের
  • মাঠ পর্যায়ে জরুরি ও তাৎক্ষণিক প্রচার করা
  • মাঠ পর্যায়ে পথসভা, খণ্ডসভা, গণসংগীত ও সিনেমা প্রদর্শনের আয়োজন করা
  • সরকারের নীতিমালা ও কার্যক্রম শহরে এবং পল্লি এলাকার জনগণের নিকট প্রচার করা
  • সরকারের নীতিমালা-সংবলিত লিফলেট, পোস্টার এবং অন্যান্য যাবতীয় প্রকাশনা বিতরণ
  • সরকারের নীতিমালার ওপর জনমত ও প্রতিক্রিয়া গ্রহণ এবং প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ

জেনে নিন: বিস্তারিত তালিকা দেখে নিতে এখানে ক্লিক করুন

এখানে বেশ কিছু, সেক্টরের কথা মেনশন করা হয়েছে এবং সেই সেক্টরের অধীনে যে সরকারি সেবা সমূহ তালিকা বিদ্যমান রয়েছে সেটি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এছাড়াও আপনি চাইলে উপরে উল্লেখিত লিংকে ক্লিক করার মাধ্যমে সরকারি সেবা সমূহ তালিকা সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করে নিতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top