থানায় জিডি করার নিয়ম (অনলাইনে এবং অফলাইন)

আপনি যদি যেকোনো সমস্যা নিরসনের জন্য থানায় জিডি করতে চান, তাহলে থানায় জিডি করার নিয়ম সম্পর্কে জেনে নিতে হয়।

একদম নতুন হিসেবে হাতে-কলমে কিভাবে আপনি থানায় জিডি লিখতে পারবেন, সেই রিলেটেড যাবতীয় তথ্য এই আর্টিকেল থেকে জেনে নিতে পারবেন এবং সফলভাবে একটি জিডি লিখতে পারবেন।

থানায় জিডি করার নিয়ম কতগুলো?

আপনি চাইলে দুইটি ভিন্ন উপায়ে থানায় জিডি করার কাজ সম্পন্ন করতে পারবেন। এর মধ্যে থেকে একটি হলো অনলাইনের মাধ্যমে এবং অন্যটি হলো থানায় চলে গিয়ে ডাইরেক্টলি অফলাইনের মাধ্যমে।

এই দুইটি উপায় কিভাবে আপনি চাইলে খুব সহজেই জিডি লেখার কাজ সম্পন্ন করতে পারবেন, সেই রিলেটেড যাবতীয় তথ্য এখান থেকে জেনে নিতে পারবেন।

থানায় গিয়ে জিডি লেখার নিয়ম

আপনি যদি আপনার আশেপাশের থানায় গিয়ে জিডি লিখে দিতে চান এবং তারপরে আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে কিভাবে সেই কাজটি সম্পন্ন করবেন?

এই কাজটি সম্পন্ন করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার নির্দিষ্ট থানায় চলে যেতে হবে এবং তার পরে সেখানে গিয়ে কার্যক্রমটি সম্পন্ন করতে হবে।

এক্ষেত্রে আপনাকে জিডি এমনভাবে লিখতে হবে যাতে এটি অনুমোদিত হয় এবং থানার যে সমস্ত কর্মকর্তার হয়েছে, তারা যাতে এটি গ্রহণ করেন। সেজন্য আপনাকে সবচেয়ে ভাল উপায়ে জিডি লিখে দিতে হবে।

যেকোনো জিডি লেখার জন্য যে নমুনা রয়েছে সেই নমুনা আপনি চাইলে নিচে থেকে সংগ্রহ করে নিতে পারেন।

জিডির নমুনা


বরাবর

ভারপ্রাপ্ত কর্মকর্তা

………. থানা

ঢাকা।

বিষয়: এসএসসি সার্টিফিকেট হারানো সংবাদ ডায়েরীভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন।

মহোদয়,

আমি নিম্ন সাক্ষরকারী আপনার থানায় উপস্থিত হয়ে লিখিতভাবে জানাচ্ছি যে, আমার এসএসসি পরীক্ষার সার্টিফিকেট আজ সকাল আনুমানিক ১১ টার সময় ঢাকা কলেজের পাশের রাস্তার একটি ফটোকপি করার দোকান থেকে হারিয়ে গেছে।

এমতাবস্থায় হারানোর বিষয়টি ডায়েরীভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য অনুরোধ জানাচ্ছি।

সার্টিফিকেটের বিবরণ:

পরীক্ষার নাম…শিক্ষাবর্ষ…রেজিষ্ট্রেশন নং… রোল নং…

দাখিলকারী,

….

ঠিকানা…

ফোন…


উপরে যে জিডির নমুনা দেয়া হয়েছে সেটি মূলত একটি সার্টিফিকেট হারিয়ে যাওয়ার পরে আপনি কিভাবে সেটি জিডি হিসেবে রূপান্তরিত করে লিখবেন, তার একটি নমুনা।

উপরে যে নমুনা দেয়া হয়েছে সেই নমুনার আদলে আপনি চাইলে আপনার যেকোন একটি কার্যক্রম সম্পন্ন করার জন্য নমুনা পরিবর্তন করে সেই জিডি সাজাতে পারেন।

অনলাইনে জিডি করার নিয়ম

এবার আপনি যদি অনলাইনে জিডি করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে চান, তাহলে নিচে থেকে সেই রিলেটেড তথ্য সংগ্রহ করে নিতে পারেন।

অনলাইনে আপনি যদি সফলভাবে যদি করতে চান তাহলে আপনার কাছ থেকে যে সমস্ত তথ্য তারা নিতে চাইবে কিংবা আপনার কাছে সমস্ত তথ্য থাকতে হবে সেগুলো নিচে বর্ণনা করা হলো।

বিশেষ নির্দেশিকা :

  • আপনার হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জানমালের বিষয়সহ যে কোন বিষয়ে পুলিশের নিকট অভিযোগ করতে এই ওয়েব সাইট ব্যবহার করুন।।
  • সংশ্লিষ্ট থানা হতে আপনার অভিযোগের ধরন অনুসারে ব্যাবস্থা নেওয়া হবে এবং আপনাকে অবগত করা হবে।
  • অভিযোগের বিষয়টি যদি জিডির যোগ্য হয় তাহলে সেটি জিডি নং এবং তদন্তকারী অফিসারের বিবরণীসহ আপনাকে ডিজিটাল জিডির কপি প্রেরন করা হবে।
  • অভিযোগের বিষয়টি যদি মামলার যোগ্য (আমলযোগ্য অপরাধ) হয় সেক্ষেত্রে অভিযোগের প্রিন্ট কপি অথবা অভিযোগের কোড নং সহ আপনাকে থানায় উপস্থিত থাকতে হবে।

অভিযোগ করার জন্য যা প্রয়োজন :

  • আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর।
  • আপনার সচল মোবাইল।
  • আপনার লাইভ ছবি।

অনলাইন জিডি অ্যাপস্‌ এবং ওয়েব পোর্টালের সুবিধা সমূহ 

  • খুব সহজে আপনার অভিযোগটি পুলিশকে জানাতে পারবেন।
  • আপনার অভিযোগের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
  • আপনার অভিযোগের তদন্তকারী অফিসারের সহিত অনলাইনে যোগাযোগ করতে পারবেন।
  • অনলাইনে আপনার অভিযোগ (জিডি) কপি ডাউনলোডসহ ডিজিটাল কপি কাউকে প্রেরন করতে পারবেন।

এবার আপনি যদি সমস্ত তথ্য জেনে নেয়ার পরে অনলাইনে জিডি করে নিতে চান তাহলে প্রথমত নিম্নলিখিত লিংক থেকে সফটওয়্যারটি আপনার নির্দিষ্ট ডিভাইসের জন্য ডাউনলোড করে নিতে হবে।

ডাউনলোড করুন

 

যখন আপনি উপরে উল্লেখিত লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন তখন আপনি চাইলেই আপনার মতে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।

অ্যাপের মধ্যে রেজিস্ট্রেশন করে নেয়ার প্রসেস সম্পর্কে নিয়েছে একটি ছবি দেয়া হবে যেটি থেকে আপনি এই সম্পর্কে অনুমান করতে পারবেন।

থানায় জিডি করার নিয়ম (অনলাইনে এবং অফলাইন)

এই সফটওয়্যার এর মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে নিম্নলিখিত নির্দেশ অনুসরণ করতে হবে।

১ম ধাপঃ একাউন্ট রেজিস্ট্রেশন করে নেয়া

রেজিষ্ট্রেশনে ক্লিক করুন>আপনার জাতীয়পরিচয়পত্র নম্বর লিখুন>আপনার বর্তমান ঠিকানাটি লিখুন>আপনার লাইভ ছবি তুলুন>আপনার সচল মোবাইল(পরবর্তীতে আপনার ইউজার নেম) ও ইমেল (যদি থাকে) এবং পাসওয়ার্ড প্রদান করুন।

  • আপানর পরিচয় নিশ্চিত করার জন্য এসএমএস এর মাধ্যমে একটি কোড (ওটিপি) আপনার দেওয়া মোবাইল নম্বরে পাঠানো হবে।
  • কোডটি (ওটিপি) যথাস্থানে সঠিকভাবে লিখুন।
  • লগইন পেইজে ইউজারের ঘরে আপনার মোবাইল নম্বর এবং পূর্বে প্রদানকৃত পাসওয়ার্ড দিয়ে লগইন-এ ক্লিক করুন।

যখনই আপনি লগইন করে নিবেন তখন আপনি চাইলে এখানে একটি জিডি লিখতে পারবেন।

২য় ধাপঃ অভিযোগের ধরণ নির্বাচন করা

অভিযোগের ধরন এবং আপনার কি হারিয়েছে অথবা কি খুজে পেয়েছেন তা নির্বাচন করুন এবং কোন জেলায় ও কোন থানায় জিডি করতে চান তা নির্বাচন করুন ঘটনার সময় ও স্থান লিখে “ পরবর্তী” ধাপ বাটনে ক্লিক করুন।

৩য় ধাপঃ

আপনার বর্তমান ঠিকানা ও ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত লিখুন।

অভিযোগ সম্পর্কিত কোন ডকুমেন্ট থাকলে সেগুলো যুক্ত করুন। “সাবমিট” বাটনে ক্লিক করে জমা দিন অথবা এডিট বাটনে ক্লিক করে ফর্ম পূরনে কোন সমস্যা হলে তা সমাধান করুন।

আবেদন সম্পন্ন হলে পরবর্তীতে লগইন করে আপনি আপনার জিডিএর সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top