ড্রাইভিং লাইসেন্স ফি কত? সমস্ত লাইসেন্স ফি একসাথে

আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করতে চান, তাহলে ড্রাইভিং লাইসেন্স ফি এর প্রয়োজন হবে। অর্থাৎ নির্দিষ্ট ড্রাইভিং লাইসেন্স এর জন্য নির্দিষ্ট চার্জ প্রযোজ্য হবে।

কি রকমের ড্রাইভিং লাইসেন্স করার জন্য কি রকমের ফি প্রদান করতে হবে? সেই সম্পর্কে আজকের এই আর্টিকেলের আলোচনা করা হবে।

এই আর্টিকেলটি দেখে নিলে লাইসেন্সের যত রকমের ফি আছে, সে সম্পর্কে আপনার একটি পরিষ্কার ধারণা হয়ে যাবে।

তাহলে আর দেরি না করে এখনই এ সম্পর্কে জেনে নেয়া যাক।

ড্রাইভিং লাইসেন্স ফি কত?

আপনি হয়তো এ সম্পর্কে আগে থেকেই সম্পর্কে অবগত রয়েছেন, আপনি চাইলে বিভিন্ন রকমের ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে পারবেন।

এবং বিভিন্ন রকমের ড্রাইভিং লাইসেন্স তৈরি করার জন্য আপনাকে বিভিন্ন রকমের ফি প্রদান করতে হবে। আপনার পছন্দমত লাইসেন্স করার জন্য বিভিন্ন রকমের ফি বরাদ্দ হয়েছে।

লার্নার ড্রাইভিং লাইসেন্স ফী

আপনি যদি লার্নার ড্রাইভিং লাইসেন্স করতে চান, তাহলে এই ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনাকে দুই রকমের ফি প্রদান করতে হবে।

যেহেতু আপনি লার্নার ড্রাইভিং লাইসেন্স দুই রকমের করতে পারেন, এর মধ্যে থেকে একটি হলো এক ক্যাটাগরী এবং অন্যটি হলো দুই ক্যাটাগরি।

সেজন্যই ২ টি উপায়ে আপনি যদি লাইসেন্স করতে চান, তাহলে দুই রকমের  চার্জ এর প্রয়োজন।

  • ০১ (এক) ক্যাটাগরি-৩৪৫/-টাকা (শুধু মোটরসাইকেল অথবা শুধু হালকা মোটরযান অর্থাৎ যে কোনো এক ধরণের মোটরযান)
  • ০২ (দুই) ক্যাটাগরি-৫১৮/-টাকা (মোটরসাইকেল এবং হালকা মোটরযান একসাথে অর্থাৎ মোটরসাইকেলের সাথে যে কোনো এক ধরণের মোটরযান)

আপনি যদি লার্নার ড্রাইভিং লাইসেন্স করতে চান, তাহলে আপনার প্রয়োজন অনুসারে উপরে উল্লেখিত চার্জ প্রদান করতে হবে।

স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স Fee

এছাড়াও আপনি যদি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে চান, তাহলে এই স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স আপনি চাইলে দুই ভাবে তৈরি করতে পারেন৷

এর মধ্যে থেকে একটি হলো পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং অন্যটি হলো অপেশাদার ড্রাইভিং লাইসেন্স।

এই দুই রকমের ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনাকে দুই রকমের ফি প্রদান করতে হবে এবং কত টাকা ফি প্রদান করতে হবে, সেই সম্পর্কে নিচে একটি তথ্য দেয়া হলো।

  • পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী – ১৬৮০/-টাকা (০৫ বছরের নবায়ন ফীসহ)
  • অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী – ২৫৪২/-টাকা (১০ বছরের নবায়ন ফীসহ)

৫ বছর এবং ১০ বছরের নবায়ন ফি সহ পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স তৈরি করার জন্য, উপরে উল্লেখিত চার্জের প্রয়োজন হবে।

ড্রাইভিং লাইসেন্স নবায়ন Fee

এছাড়াও আপনি যদি ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে চান, তাহলে আপনাকে ভিন্ন রকমের চার্জ প্রদান করতে হবে।

নবায়ন করার জন্য আপনি যদি পেশাদার এবং অপেশাদার এই দুইটি ড্রাইভিং লাইসেন্সের নবায়ন কপি করতে চান, তাহলে নিম্নলিখিত চার্জ প্রদান করতে হবে।

  • পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফী – মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ১৫৬৫/- টাকা;
  • অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফী – মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ২৪২৭/- টাকা;

এছাড়াও এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখা ভালো, আর সেটি হলঃ পেশাদার ও অপেশাদার উভয় ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পার হলে প্রতি বছরের জন্য ২৩০/- টাকা হরে জরিমানা প্রদান করতে হবে।

সেজন্য, ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা রিনিউ করার পূর্বে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন।

ড্রাইভিং লাইসেন্স আপনি যদি বেশি সময় নষ্ট করেন, তাহলে বেশি চার্জ প্রদান করতে হবে।

ড্রাইভিং লাইসেন্স এর প্রতিলিপি Fee

আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের প্রতিলিপির জন্য আবেদন করেন এবং ড্রাইভিং লাইসেন্সের প্রতিলিপি বা কপি নিয়ে নিতে চান, তাহলে আপনাকে ভিন্ন রকমের চার্জ পরিশোধ করতে হবে।

এ বাবদ আপনাকে ড্রাইভিং লাইসেন্স ফি হিসেবে, ৮৭৫ টাকা পরিশোধ করতে হবে। অথাৎ হাই সিকিউরিউটি ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে ৮৭৫/-টাকা চার্জ প্রদান করতে হবে।

ড্রাইভিং লাইসেন্স ফি কি পরিবর্তনীয়?

আপনার যদি প্রশ্ন থেকে থাকে যে ড্রাইভিং লাইসেন্স ফি পরিবর্তনীয় কিনা? তাহলে তার উত্তর হলোঃ অবশ্যই ড্রাইভিং লাইসেন্স এর চার্জ পরিবর্তনীয়।

তবে, এখানে যে সমস্ত ড্রাইভিং লাইসেন্সের চার্জ এর কথা মেনশন করা হয়েছে, সেগুলো বাংলাদেশ সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে সংগ্রহ করা হয়েছে।

সে ক্ষেত্রে এই ফি এর চেয়ে বেশি কেউ নিবেনা।

ড্রাইভিং লাইসেন্স চার্জ কত? এই সম্পর্কে বিস্তারিত উপরে আলোচনা করা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top