পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে ফিরে পাবার উপায়

যখন ই-পাসপোর্ট আবেদন করার কাজ সফলভাবে সম্পন্ন হয়ে যাবে, তারপরে পাসপোর্ট ডেলিভারি স্লিপ আপনি পেয়ে যান। এবং এর মাধ্যমে আপনি পাসপোর্ট এর আসল কপি নিজের কাছে পেতে পারেন। তবে পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে করণীয় কি?

অর্থাৎ আপনি যদি পাসপোর্ট বই সংগ্রহ করে নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই ডেলিভারি স্লিপ নিজের সংগ্রহে রাখতে হয় এবং এটির মাধ্যমে আসল পাসপোর্ট নিজের কাছে নিয়ে আসতে হয়।

এবার কোনো কারণে যদি পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে যায় তাহলে চিন্তার কোন কারণ নেই। এতে করে ঘাবড়ানোর কোনো কারণ নেই। সঠিক কয়েকটি পদক্ষেপ অনুসরণ করে আপনি খুব সহজেই সেটি নিজের কাছে পেয়ে যাবেন,বা বিকল্প অবস্থা তৈরি করতে পারবেন।

পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে করণীয় কি?

কোন কারণে যদি পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে যায় তাহলে সর্বপ্রথম আপনাকে আপনার নির্দিষ্ট স্থানগুলোতে এই কাগজটি খুঁজে বের করার চেষ্টা করতে হবে।

অর্থাৎ আপনি সর্বশেষ যে জায়গাতে ভিজিট করেছেন, সেই জায়গা সম্পর্কে আপনি নিজেই অবগত রয়েছেন এবং সেই সমস্ত জায়গা গুলোতে আপনি চাইলে অনুসন্ধান করতে পারেন।

সমস্ত খোঁজাখুঁজির পরে আপনি যদি আপনার নির্দিষ্ট ডকুমেন্ট খুঁজে পেতে সক্ষম হন তাহলে আপনাকে থানায় জিডি করার মাধ্যমে সর্বশেষ খুঁজে পাওয়ার সেই কাজটি সম্পন্ন করতে হবে।

দুর্ভাগ্যজনকভাবে; আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে যায়, তাহলে সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজির পরে যে কাজটি করতে হবে সেটি হল থানায় জিডি করে নেয়া।

অর্থাৎ যেকোন রকমের সরকারি কোন তথ্য যদি আপনার কাছ থেকে হারিয়ে যায় তাহলে এই কাজটিই আপনাকে সবচেয়ে বেশি কাজে দিবে সে তথ্যটি আবার ফিরে পাওয়ার জন্য৷

থানায় জিডি করার নিয়ম যেহেতু সকলেরই জানা রয়েছে সেজন্য আপনাকে সর্বপ্রথম থানা চলে যেতে হবে এবং তারপরে নিম্নলিখিত নিয়ম অনুযায়ী একটি জিডি লিখে দিতে হবে।

তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই পাসপোর্ট আইডি নাম্বার সহ যে সমস্ত তথ্য রয়েছে সমস্ত তথ্য নিজের সংগ্রহে রাখতে হবে কিংবা সেগুলো আপনার মনে থাকতে হবে।

যদি আপনার কাছে সমস্ত তথ্য থেকে থাকে কিংবা আপনি যদি সেগুলো মনে রাখেন, তাহলে আপনি চাইলে খুব সহজেই নিম্নলিখিত উপায়ে থানায় জিডি আবেদন করতে পারেন।

পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারানোর জিডি

এবার আপনি যদি পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারানোর জিডি সংগ্রহ করে নিতে চান এবং নিচে থাকা যদি কিছু পরিবর্তন করে থানায় জমা দিতে চান, তাহলে নিম্নলিখিত জিডির দিকে লক্ষ্য রাখতে পারেন।

তারিখঃ

বরাবর,
অফিসার ইনচার্জ,
থানার নাম,
উপজেলা, জেলা।

বিষয়ঃ সাধারন ডায়েরির জন্য আবেদন।

জনাব,

যথা বিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার নাম, পিতা/স্বামীঃ পিতা/স্বামীর নাম, গ্রামঃ গ্রামের নাম, ডাকঘরঃ আপনার ডাকঘর, উপজেলাঃ উপজেলার নাম, জেলাঃ জেলার নাম, আমি থানায় হাজির হয়ে এই মর্মে লিখিতভাবে জানাচ্ছি যে, গত হারানোর তারিখ  তারিখে আমার নিজ বাসা হতে যেকোন একটি স্থানের নাম যাওয়ার পথে অজ্ঞাত স্থানে আমার পাসপোর্টের ডেলিভারি স্লিপটি হারিয়ে ফেলি। যার বিস্তারিত নিম্নরূপ-

পাসপোর্টের ডেলিভারী স্লিপের নম্বর/ পাসপোর্ট OID Number/পাসপোর্ট Application ID-
আবেদনকারীর নাম- PARVEZ
আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নং- 453xxxxx09
মোবাইল নম্বর- 01778xxxxxx

উপরে যে জিডি ফরমেট দেয়া হয়েছে সেটি হল, একটি পাসপোর্ট স্লিপ হারিয়ে যাওয়ার পরে আপনি কিভাবে সেটি ফিরে পাওয়ার জন্য থানায় জিডি করতে পারেন তার একটি প্রতিরূপ।

উপরে যে তথ্যটি দেয়া হয়েছে সেখানে বেশ কিছু পরিবর্তন করার মাধ্যমে আপনি আপনার তথ্যগুলো সংযোজন করতে পারেন। এবং তথ্য সংযোজন করে নিলে সেটি নির্দিষ্ট থানায় জমা দিতে পারেন।

তবে এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো আর সেটি হল ; আপনার আশেপাশে যদি পাসপোর্ট অফিস থেকে থাকে তাহলে সেখানে চলে গিয়ে এই বিষয়টি অবগত করতে পারেন।

আপনি যদি পাসপোর্ট অফিসে গিয়ে এই বিষয়টি অবগত করতে পারেন, তাহলে তারা এই বিষয়ে আপনাকে সহায়তা করতে পারেন।

তবে সর্বশেষ কথা একটাই আর সেটি হল; পাসপোর্ট স্লিপ কিংবা এসমস্ত যেরকম সেনসিটিভ ডকুমেন্ট রয়েছে সেগুলো নির্দিষ্ট সুরক্ষিত জায়গায় নিজ দায়িত্বে রাখুন।

কারণ এই সম্পর্কে আপনি নিজেই জানেন যে এরকম কোন একটি তথ্য হারিয়ে গেলে সেটি খুঁজে পেতে হলে আপনাকে কতটা বেগ পোহাতে হয়। কিংবা সেটি পেতে হলে আপনাকে কতটা কষ্ট করতে হতে পারে।

সেজন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত এবং এসমস্ত তথ্যগুলো সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করে রাখা উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top